Saturday, May 23, 2020

আমরাই নেত্রকোনার মধ্যে সেরা ট্রেনিং সেন্টার, Best Computer Training Center,

Best Computer Training Center,
ভর্তির নিয়মাবলী:
–একাডেমীর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
–ভর্তি ফরমের সাথে শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদপত্রের/ নম্বরপত্রের/ প্রসংশাপত্রের ফটোকপি সংযুক্ত করতে হয়।
–ভর্তি ফরমের সাথে এককপি পাসপোর্ট সাইজের ছবি ও পরিচয়পত্রের জন্য ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হয়।
–প্রত্যেক কোর্সে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয় এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল নির্দিষ্ট  কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়।
Best Computer Training Center,
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড হতে সংগ্রহ করতে হয়।
মহিলা ও উপজাতীদের ভর্তি পরীক্ষা ও ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়।
ভর্তি পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হয়।
Best Computer Training Center,

website: www.mimcit.com
Phone: 01711-105648

No comments:

Post a Comment